হাংঝাউ, ২৫ সেপ্টেম্বর : এশিয়াডের প্রথম দিনে পাঁচটি পদক জেতার পর, সোমবার আরও ছ’টি পদক ঘরে তুলল ভারত। সব মিলিয়ে ভারতের ঝুলিতে আপাতত দু’টি সোনা, তিনটি রুপো এবং ছ’টি ব্রোঞ্জ পদক।
এবারের এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের ঘরে আসে শ্যুটিং থেকে। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর ও রুদ্রাংশ পাটিল। ভারতীয় শ্যুটার ত্রয়ী মোট স্কোর করেন ১৮৯৩.৭ পয়েন্ট। যা নতুন বিশ্বরেকর্ড। এই ইভেন্টে এর আগের রেকর্ড ছিল চিনের দখলে। তারা ১৮৯৩.৩ পয়েন্ট স্কোর করেছিল। যা এদিন ভেঙে দিলেন দিব্যাংশ-ঐশ্বর্য-রুদ্রাংশরা। এই ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ পেয়েছে যথাক্রমে কোরিয়া (১৮৯০.১ পয়েন্ট) এবং চিন (১৮৮৮.২ পয়েন্ট)।
আরও পড়ুন-তিতাসের হাত ধরে ভারতের সোনা
এর কয়েক ঘণ্টার মধ্যেই দিনের দ্বিতীয় সোনার মুখ দেখে ভারত। মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জেতেন হরমনপ্রীত কৌররা। প্রসঙ্গত, এই প্রথমবার এশিয়াডে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। আর প্রথমবারই সোনা জিতলেন ভারতের মেয়েরা।
শ্যুটিং থেকে এদিন আরও দু’টি পদক এসেছে ভারতের ঝুলিতে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পান ঐশ্বর্য। তিনি ২২৮.৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেন। এ-ছাড়া ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের শ্যুটার ত্রয়ী বিজয়বীর সিধু, অনিশ ও আদর্শ সিং। তাঁরা মোট ১৭১৮ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থানে শেষ করেছেন। রোয়িং থেকেও এসেছে দু’টি ব্রোঞ্জ পদক। ‘মেন্স ফোর’ দলগত বিভাগে ভারতের যশবিন্দর, ভীম, পুনিত ও আশিস তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন। অন্যদিকে, ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগ থেকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনাম সিং, পারমিন্দর সিং, জাকার খান ও সুখমিত সিং।