বসিরহাট, কলকাতা, মালদহের পর এবার শুটআউট বেলঘরিয়ায় (Belghoria)। কলকাতা থেকে ফেরার পথে বেলঘড়িয়া (Belghoria) রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বিলাসবহুল গাড়িতেই ছিলেন অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে চড়ে আসে দুষ্কৃতীরা। গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে নেমে দুজনের নাম পেয়েছে পুলিশ। তাঁরা এলাকার যুবক বলে খবর। তবে এখনও কেউ ধরা পড়েনি। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। সূত্রের খবর, এদিন বেলা দুটো নাগাদ গাড়ি নিয়ে কলকাতার দিকে আসছিলেন ওই ব্যবসায়ী। গাড়িটি রথতলা মোড়ে আসতেই দুটি মোটরবাইক নিয়ে চার দুষ্কৃতী গাড়িটি ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। তবে বরাত জোরে বেঁচে যান অজয়। গুলিতে কেউ হতাহত হননি। তবে, আক্রান্ত ব্যবসায়ী, অজয় জানান, খুবই আতঙ্কে আছি। গুলি চলতেই কোনওক্রমে পালিয়ে আসি।
আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা! রুদ্রপ্রয়াগে ২৩ যাত্রী নিয়ে খাদে গাড়ি
পুলিশ সূত্রে খবর, গুলির ক্ষত রয়েছে গাড়িতে। তবে গতি বাড়িয়ে কোনও ক্রমে বড় ক্ষতি এড়ান চালক। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ২দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।