প্রতিবেদন : একবার-দু’বার নয়। লাগাতার একের পর এক দুষ্কৃতী হামলা অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে বাংলাদেশ সীমান্ত এলাকায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় এখন অশান্তির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। কোথাও সরাসরি দুষ্কৃতীদের সঙ্গে লড়াইয়ে যেতে হচ্ছে বিএসএফকে। কোথাও আবার গুলি চালাতে হচ্ছে। তারকাঁটার বেড়া দেওয়া নিয়েও সম্প্রতি একাধিক জায়গায় গন্ডগোল হয়েছে। কয়েকদিন আগে মেখলিগঞ্জে বিজিবির সঙ্গে গন্ডগোল হয়েছে। এবার কোচবিহারের বুড়োবুড়ি সীমান্তে ঘটল আরও বড় ঘটনা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়েছে যে এখন টানটান উত্তেজনা বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে। এতদিন ধরে যে নিশ্চিন্তে পাচার এবং যোগসাজশে অনুপ্রবেশের ঘটনা ঘটে এসেছে এবার তার মূল্য চোকাতে হচ্ছে বিএসএফকে। দুষ্কৃতীরা বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে কার্যত নিজেদের দাপটে চলতে চাইছে। এতদিন সেভাবেই তারা চলে এসেছে। এবার আরও একটি ঘটনা সামনে এল। বাংলাদেশের দুষ্কৃতীরা কার্যত অনুপ্রবেশের জন্য হামলা চালাল বিএসএফের উপর। আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে বিএসএফকে। গত শনিবারের এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু যদিও তাতে সফল হয়নি। সোমবার প্রকাশ্যে চলে এসেছে সবটা। কর্তব্যরত ১৫৬ ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান বাধা দিলে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়েছিল বলে অভিযোগ৷ আত্মরক্ষার্থে গুলি চালায় সেই বিএসএফ জওয়ান। তারপর সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ শনিবার এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ। মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারের বুড়োবুড়ি সীমান্তের এই এই ঘটনায় হৈচৈ পড়ে গিয়েছে চারদিকে। এর আগে মেখলিগঞ্জে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- ২০২২-এর পর তুষারে ঢাকল দার্জিলিং শহর