প্রতিবেদন : ফের পুলিশকে (Police) লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। এবার ঘটনাস্থল মালদহের সীমান্ত লাগোয়া সাইলাপুর। বৃহস্পতিবারের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে পাচারকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতীরা টের পেয়ে পালানোর চেষ্টা করে। এরপরই পুলিশকে লক্ষ্য করে চলে গুলি। যদিও কোনও পুলিশ কর্মী জখম হননি। দু’জনকে ধরে ফেলে পুলিশ (Police)। জেরা করে জানা যায়, কাফ সিরাপ বাংলাদেশে পাচার করা উদ্দেশ্য ছিল। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত তাদের নাম জানতে ধৃতদের জেরা চলছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই উত্তদিনাজপুরের পাঞ্জিপাড়ায় আদালতে নিয়ে যাওয়ার পথে বিচারাধীনবন্দি গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে। গুরুতর জখম হন দুই পুলিশকর্মী। এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয়। ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কড়া নিদান দেন তিনি। মূল অভিযুক্ত সাজ্জাককে ধরা হয়। পালানোর চেষ্টা করলে চলে পাল্টা গুলি। জখম অবস্থায় মূল অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেল মৃত্যু হয়। পরে সাজ্জাককে সাহায্যকারী আব্দুলকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-আবার! শিয়ালদহে ৩০০ লোকাল বাতিল