জমি দখলকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে রাস্তায় শুটআউট

নৈরাজ্যের শিখরে যোগীরাজ্য। সময়ের সাথে উত্তরপ্রদেশে (UttarPradesh)গুন্ডারাজ চরম পর্যায়ে পৌঁছেছে। অপরাধীদের মনোবল এই মুহূর্তে তুঙ্গে

Must read

নৈরাজ্যের শিখরে যোগীরাজ্য। সময়ের সাথে উত্তরপ্রদেশে (UttarPradesh)গুন্ডারাজ চরম পর্যায়ে পৌঁছেছে। অপরাধীদের মনোবল এই মুহূর্তে তুঙ্গে। সাতসকালে এমন এক ঘটনার পরেই বরেলীতে দুষ্কৃতীদের সহযোগিতা করেছে পুলিশ বলে অভিযোগ করছেন বিরোধীরা। আজ, রবিবার সকালে মাঝ রাস্তায় গুলির লড়াই এর সাক্ষী থাকল উত্তরপ্রদেশের বরেলী। ছুটির মেজাজে দিব্যি হাঁটাচলা করছিলেন পথচারীরা কিন্তু তার মধ্যেই হল বিপত্তি। আচমকা গুলি চলতে শুরু করে মাঝ রাস্তায়। এর ফলে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে দেন। জানা গিয়েছে, একটি ধাবার জমি দখলকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। বরেলীর পিলিভীট রোডের ইজ্জত নগর থানা এলাকায় জমি মাফিয়ারা বুলডোজ়ার দিয়ে ধাবার জমি দখল করার চেষ্টা করছিলেন বলে খবর। তার পরই শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। রাস্তার দুই প্রান্ত থেকে মাফিয়ারা ধাবার লোকজনকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। ধাবা থেকেও চলছিল গুলি।

আরও পড়ুন-অনুমতি না নিয়েই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার যোগীরাজ্যে

রাস্তার দুই ধারে তখন আতঙ্কিত মানুষ। বাঁচার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ধাবার লোকজন একটি গাড়ির আড়াল থেকে গুলি চালাচ্ছিলেন। মাফিয়ারা রাস্তার ডিভাইডারে উঠে তাঁদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও সেখানে উপস্থিত স্থানীয়রা অভিযোগ জানান, মাফিয়াদের ধরার কোনরকম চেষ্টা করেনি পুলিশ। ঘটনায় যদিও হতাহতের খবর নেই।

আরও পড়ুন-যৌ.ন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রজ্বল রেভান্নার ভাই

সূত্রের খবর, ইমারতি ব্যবসায়ী রাজীব রাণা আদিত্য উপাধ্যায়ের ধাবা দখলের চেষ্টা নিয়েই এই অঘটন। রাণা দু’টি জেসিবি এনে ধাবা ভাঙার চেষ্টা করেন। জেসিবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যেই গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থলে নিষ্ক্রিয় হয়ে থাকলেও পরে এই ঘটনায় দু’টি আলাদা মামলা রুজু করেছে পুলিশ।

Latest article