তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, উত্তপ্ত ভাটপাড়া

Must read

ফের উত্তপ্ত ভাটপাড়া ( Bhatpara)। বুধবার সকালে ৭টা নাগাদ ভাটপাড়া (Bhatpara) ৬ নম্বর ওয়ার্ডের নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এমনকি বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে তাঁকে, এমন অভিযোগও উঠেছে। গুরুতরভাবে জখম হয়েছেন তৃণমূল নেতা। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির।

অসীম রায়ের বক্তব্য, “আমাকে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখান থেকে বিজেপিকে উৎখাত করেছি। তাই অনেক দিন ধরেই ওদের রাগ রয়েছে আমার ওপর। আমি প্রত্যেক দিন সাড়ে সাতটা-আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাই। আজও সকালে যাচ্ছিলাম। তখন পৌনে আটটা বাজে। টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। ওরা পিছন থেকে হামলা করে। সবাই সাইকেলে এসেছিল।”

আরও পড়ুন – প্রকাশ্যে কেন্দ্রের ট্যাবলো রাজনীতি 

তৃণমূল কর্মীরা জানিয়েছেন, “অসীমদা আমাদের এখানে পরিচিত লোক। তিনি জনপ্রিয়। বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকেন। আজকে তাঁর ওপর হামলা হয়েছে। গুলির খোল আমরা পুলিশের কাছে জমা করেছি। এলাকা থেকে একটি সাইকেলও উদ্ধার হয়েছে। ওই সাইকেলেই দুষ্কৃতীরা এসেছিল। দুটো সাইকেলে তিন জন দুষ্কৃতী এসেছিল। একটায় দুজন ছিল। তাদের প্রত্যেকের হাতেই বন্দুক ছিল। বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করার চেষ্টা করেছিল। অসীমদা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পিছন থেকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁকে।”

সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, “তোলাবাজ, গুন্ডাদের তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে। যে ওকে মারতে যাবে, সে কি সাইকেল নিয়ে যাবে ? আমি তো এই প্রথমবার শুনলাম। উনি নিজেই নাটক করছেন।” ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সাতসকালে এভাবে গুলি চলায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Latest article