প্রতিবেদন : ফিলিপিন্সের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনজন। নিহতদের মধ্যে দেশের এক প্রাক্তন মেয়রও রয়েছেন। রবিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এই ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন-আমেরিকায় যাওয়ার পথে নৌকাডুবি, মৃত্যু ১৭ জনের
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা সমাবর্তন অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন। ওই অনুষ্ঠানে মেয়ের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ফিলিপিন্সের লামিটান শহরের প্রাক্তন মেয়র রোজ ফুরিগে। এসময় আচমকাই এক বন্দুকবাজের গুলিতে ফুরিগের মৃত্যু হয়। একই সঙ্গে এক নিরাপত্তাকর্মী এবং আরও একজনের মৃত্যু হয়। স্থানীয় কুইজন সিটি পুলিশের প্রধান রেমাস মেদিনা জানিয়েছেন, ফুরিগেকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালিয়েছিল হামলাকারী। তবে শুধু প্রাক্তন মেয়র নন, একই সঙ্গে তার গুলিতে মৃত্যু হয়েছে আরও দু’জনের।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টে উদ্ধব
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালালে হামলাকারী জখম হয়। তবে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাকে ধাওয়া করে ধরে ফেলে নিরাপত্তা কর্মীরা। হামলাকারী গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।