ফেসবুক লাইভে গুলি, হত ৩

শহর জুড়ে তাণ্ডব চালানোর পর গাড়ি নিয়ে আরকানসাসের দিকে রওনা দেয় ওই কৃষ্ণাঙ্গ যুবক। মাঝপথে তাকে গ্রেফতার করে পুলিশ।

Must read

প্রতিবেদন : ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। ফেসবুক লাইভ করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক কৃষ্ণাঙ্গ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। টেনেসি প্রদেশের মেমফিস শহরে এই ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত ১৯ বছরের বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম এজেকেল কেলি।

আরও পড়ুন-খুদে পড়ুয়াদের ভয় দেখিয়ে শৌচালয় পরিষ্কার করালেন প্রধান শিক্ষক

স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুরে টেনেসি প্রদেশের মেমফিস শহরে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এজকেল। ফেসবুক লাইভ করে সে তার কুকীর্তি নেটিজেনদের কাছে তুলে ধরে। লাইভে দেখা যায়, শপিংমল থেকে বেরিয়ে সে গাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে হানা দেয়। এমনকী, ওই কৃষ্ণাঙ্গ তরুণ পথে একটি গাড়িকেও বিপজ্জনকভাবে ধাক্কা মারে। ওই ঘটনায় গাড়িচালক গুরুতর জখম হন। মেমফিস বিশ্ববিদ্যালয়ের সামনেও পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত কৃষ্ণাঙ্গ যুবক।

আরও পড়ুন-দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই

শহর জুড়ে তাণ্ডব চালানোর পর গাড়ি নিয়ে আরকানসাসের দিকে রওনা দেয় ওই কৃষ্ণাঙ্গ যুবক। মাঝপথে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাকে জেরা করছে। তবে কী কারণে সে এই কাজ করেছে তা এখনও জানা যায়নি।

Latest article