ম্যান মেড বন্যা পরিস্থিতি, প্রতিবাদ সভা থেকে DVC-কে একহাত নিলেন শোভনদেব

Must read

ডিভিসি জল ছাড়ার ফলে ম্যান মেড বন্যা পরিস্থিতি হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে। ডিভিসি মাইথন এবং পাঞ্চের থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়া এবং বাংলাকে বঞ্চনার প্রতিবাদে বুধবার ডিভিসি-র হেডকোয়ার্টারের সামনে প্রতিবাদ সভা। সেখানে কেন্দ্রকে একহাত নিয়েছে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা ডিভিসি কামগার সঙ্ঘের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)।

আরও পড়ুন-ভারতীয় নাট্যগুরু রতন থিয়াম প্রয়াত, শোকপ্রকাশ শিক্ষামন্ত্রীর

ক্ষোভ প্রকাশ করে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বলেন, “১৯৯১ থেকে আমি বিধানসভায় নির্বাচিত। মানুষ আমার কাছে আসে। সমস্যার কথা বলে। আমি সাধ্যমতো সমাধান করার চেষ্টা করি। একটু বৃষ্টি হলেই ডিভিসি জল ছেড়ে দিচ্ছে। ের জেরে সাধারণ মানুষের জীবন বিপন্ন। মুখ্যমন্ত্রী আমাকে আগেও বলেছেন আপনিতো ডিভিসি-তে আছেন ডিভিসির জল ছাড়া নিয়ে কিছু বলুন। অল্প অল্প করে যদি জল আগে থেকে ছাড়া হয় তাহলে এই বন্যা পরিস্থিতি তৈরি হয় না। মানুষ প্রস্তুতি নিতে পারে। হঠাৎ করে ৫০ হাজার কিউসেক জল ছেড়ে দেয়।”

Latest article