সংবাদদাতা, জলপাইগুড়ি : সোমবার থেকে শুরু হল জল্পেশে শ্রাবণী মেলা। ফি বছর এই শ্রাবণী মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। প্রায় ৫০০ বছর আগে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশে এই মন্দির স্থাপন করেছিলেন তৎকালীন কোচবিহারের রাজা নৃপেন্দ্রনারায়ণ। কোচ রাজবংশের আমল থেকেই এই মন্দির ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। এই মন্দিরের গর্ভগৃহে ঢুকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে পারতেন।
আরও পড়ুন-সুপ্রিম কোর্ট মনে করে বিদেশ যাত্রায় বাধা নেই অভিষেকের
কিন্তু ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে গত বছর থেকে মন্দিরের বাইরে থেকে পাইপের মাধ্যমে জল ঢালাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। পাশাপাশি মন্দিরের বাইরে একটি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সেই জল ঢালার দৃশ্য দেখানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ছাড়াও গত বছরই ডি জে বক্সের জেনারেটর থেকে শর্টসার্কিট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই কারণে পুলিশের তরফ থেকে ডি জে নিষিদ্ধ করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভক্তদের জল ঢালার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন-চলে গেলেন সহজিয়া বাউল গানের সাধক
জলপাইগুড়ি জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এবং পাশের রাজ্য আসাম থেকেও প্রচুর ভক্ত এই শ্রাবণী মেলায় এসে শিবের মাথায় জল ঢালেন। সব মিলিয়ে প্রথম দিনেই ভক্তদের ভিড়ে জমজমাট জল্পেশের শ্রাবণী মেলা।