শ্রেয়াঙ্কার পাঁচ, এখনও অপরাজিত স্মৃতির দল

শুক্রবার আরসিবি গুজরাট জায়ান্টসকে ৩২ রানে হারিয়েছে। তাদের ১৮২ রান তাড়া করতে নেমে গুজরাট ১৮.৫ ওভারে অল আউট হয়ে যায় ১৫০ রানে।

Must read

নবি মুম্বই, ১৬ জানুয়ারি : আরও এক জয়। এবং এখনও অপরাজিত। শুক্রবার আরসিবি গুজরাট জায়ান্টসকে ৩২ রানে হারিয়েছে। তাদের ১৮২ রান তাড়া করতে নেমে গুজরাট ১৮.৫ ওভারে অল আউট হয়ে যায় ১৫০ রানে। শ্রেয়াঙ্কা পাতিল ৩.৫ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। গুজরাটের ইনিংসে ভারতী ফুলমালি সর্বোচ্চ ৩৯ রান করেছেন। বেথ মুনি করেন ২৭ রান।
আগের দুই ম্যাচে আরসিবির দুটি জয় ছিল দু’রকম। তারা মুম্বইকে শেষ বলে হারিয়েছে। ইউপি ওয়ারিয়র্সকে দাপটের সঙ্গে পরাস্ত করেছে। সবমিলিয়ে দুটি জয় নিয়ে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল স্মৃতি মান্ধানার দল। এদিন জয়ের সংখ্যা তিন হয়ে গেল। আরসিবিকে প্রথম ব্যাট করতে হয়, যেহেতু গুজরাট অধিনায়ক অ্যাসলে গার্ডনার টসে জিতে ফিল্ডিং নেন।

আরও পড়ুন-দিনের কবিতা

কিন্তু শুরুটা ভাল হয়নি স্মৃতিদের। বিনা উইকেটে ২৬ রান থেকে তাঁদের ইনিংস পৌঁছে যায় ৪৩/৪-এ। কেশবি গৌতম টানা দুটি উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিলেন আরসিবিকে। সেই চাপ আরও বাড়িয়ে দেন রেণুকা ঠাকুর সিং ও সোফি ডিভাইন। আরসিবির ওপেনার গ্রেস হ্যারিস সবার আগে ১৭ রান করে আউট হয়ে যান। দয়ালন হেমলতাকে (৪) ফেরান কেশবি। এই সময় আরসিবি ভীষণভাবে তাকিয়ে ছিল স্মৃতির ব্যাটের দিকে। কিন্তু তিনি দলের অস্বস্তি বাড়িয়ে উইকেট দিয়ে আসেন রেণুকাকে। স্মৃতি করেছেন ৫। অতঃপর আরসিবিকে আরও সমস্যায় ফেলে গৌতমীকে (৯) আউট করেন সোফি।
কিন্তু এখান থেকেই পাল্টা লড়াইয়ে আরসিবিকে টেনে তোলেন রাধা যাদব ও রিচা ঘোষ। দু’জনে মিলে যোগ করেন ১০৫ রান। রিচা ২৮ বলে ৪৪ রান করেছেন। চারটি ৪ ও দুটি ৬। তাঁর সঙ্গে একইভাবে মারমার করে খেলে রাধা যাদব করেছেন ৪৭ বলে ৬৬ রান। ৬টি চার ও ৩টি ছক্কা। রিচা জর্জিয়া উইয়ারহ্যামের বলে ফিরে যান। রাধাকে ফেরান সোফি। শেষদিকে নাদিন ক্লার্ক করেছেন ২৬ রান। এর ফলে ২০ ওভারে আরসিবির রান দাঁড়ায় ১৮২/৭। পরে এটাই জয়ের জন্য যথেষ্ট হয়ে গেল।

Latest article