সিডনি, ২৭ অক্টোবর : আইসিইউ-তে ভর্তি রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)! শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে বাঁ দিকের পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তার পর থেকেই সিডনির হাসপাতালে ভর্তি রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। এই পরিস্থিতিতে ছেলের পাশে থাকতে সিডনি উড়ে যাচ্ছেন শ্রেয়সের বাবা সন্তোষ আইয়ার এবং মা রোহিণী আইয়ার। এক বোর্ড কর্তা জানিয়েছেন, ওদের দ্রুত অস্ট্রেলিয়া পাঠানোর জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জরুরি ভিসার আবেদন করা হয়েছে। তবে দু’জনেই যেতে পারবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। সংবাদ সংস্থার দাবি, গত কয়েক দিন ধরেই শ্রেয়সকে আইসিইউ-তে রাখা হয়েছে। কারণ রিপোর্টে ধরা পড়েছে, ওর চোটের জায়গায় অভ্যন্তরীণ রক্তরক্ষণ হচ্ছে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নন চিকিৎসকেরা। আপাতত আরও কয়েকটা দিন ওকে আইসিইউ-তেই কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। কোনও ভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয়, সেদিকে কড়া নজর রাখা হয়েছে। আগামী একটা সপ্তাহ সিডনির হাসপাতালেই থাকবে হবে ভারতীয় ক্রিকেট তারকাকে। সেদিন ম্যাচে চোট পাওয়ার পরেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শ্রেয়সকে। কারণ চোটের গুরুত্ব বুঝতে পেরে ভারতীয় দলের চিকিৎসক এবং ফিজিও সময় নষ্ট করতে চাননি। শ্রেয়সকে হাসপাতালে ভর্তি করতে দেরি হলে, বিপদ আরও বাড়ত। এদিকে, পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। সোমবার বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শ্রেয়সের চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর দিকে নজর রেখেছে। চেষ্টা করা হচ্ছে, যতটা দ্রুত সম্ভব শ্রেয়সকে সুস্থ করে তোলার।
আরও পড়ুন-বিজেপি নেতার সাফাই পাল্টা দিল তৃণমূল, অজি ক্রিকেটারদের শ্লীলতাহানি

