মুম্বই, ২১ এপ্রিল : অস্ত্রোপচার হল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। যে পিঠের সমস্যায় তিনি এতদিন ভুগছিলেন, তার সফল অস্ত্রোপচার হয়েছে বলে খবর। কিন্তু এই অস্ত্রোপচারের জেরে শ্রেয়সের (Shreyas Iyer) যেমন চলতি আইপিএলে (IPL) খেলার আর কোনও সম্ভাবনা থাকল না, তেমনই তিনি ছিটকে গিয়েছেন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও। যা শুরু হবে ৭ জুন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স। কিন্তু তিনি এবার খেলতে না পারায় স্টপ গ্যাপ অধিনায়ক করা হয়েছে নীতীশ রানাকে। কেকেআরের তরফে বলা হয়েছিল শ্রেয়স টুর্নামেন্টের শেষদিকে ফিরে এলে তিনিই দায়িত্ব নেবেন। কিন্তু অস্ত্রোপচারের পর সেই সম্ভাবনা আর নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষদিকে এই চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন শ্রেয়স। অস্ত্রোপচার না করিয়ে এনসিএতে রিহ্যাব করিয়ে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত সেই পরিকল্পনা কাজে দেয়নি। লন্ডনে গত মঙ্গলবার শ্রেয়সের পিঠে অস্ত্রোপচার হয়েছে। তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারলেও ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে বৃহস্পতিবারই সামান্য হাঁটাচলা করানো হয়েছে মুম্বই ব্যাটারকে। তিন মাসের মধ্যে তিনি হয়তো ট্রেনিং শুরু করতে পারবেন। প্রসঙ্গত, ভারতের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে।
আরও পড়ুন- এশিয়াডে দল পাঠাচ্ছে না বিসিসিআই