প্রতিবেদন : বিজেপির তোষামোদ করলেই মিলছে সর্বভারতীয় পুরস্কার। তার উদাহরণ এবার পদ্মপুরস্কার। বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ ছাড়াও গোষ্ঠী সংঘর্ষে উসকানিতে অভিযুক্ত কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ। তাকেই তোষামোদের পুরস্কার হিসেবে পদ্মশ্রী দিল কেন্দ্রীয় সরকার। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বর্ষীয়ান নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর পদ্মশ্রী পাওয়ায় অনেকেই বিস্মিত। এক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর হাত থাকতে পারে বলেও অনেকের অনুমান।
আরও পড়ুন-বাংলার বাউলমেলা
পদ্মশ্রীর তালিকায় বাংলার রয়েছেন ৯ জন। অরিজিৎ সিং, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, মমতা শঙ্কর, নগেন্দ্রনাথ রায়, গোকুলচন্দ্র দাস, পবন গোয়েঙ্কা, সজ্জন ভজঙ্কা ও বিনায়ক লোহানি। বাংলা থেকে তালিকায় একজনও নেই পদ্মভূষণ কিংবা পদ্মবিভূষণে। কিন্তু মোদি-শাহর রাজ্য গুজরাত থেকে প্রত্যেক বিভাগেই রয়েছেন পদ্ম-প্রাপকরা। উল্লেখযোগ্য পদ্মশ্রী প্রাপকরা হলেন, রবিচন্দ্রন অশ্বিন, অরুন্ধতী ভট্টাচার্য। পদ্মভূষণ পেয়েছেন শেখর কাপুর, পঙ্কজ উদাস (মরণোত্তর), সুশীল মোদি। পদ্মবিভূষণ পেয়েছেন— সারদা সিনহা (মরণোত্তর)।