কর্নাটকে বিধায়ক কিনতে বহু কোটি, ফাঁস দলবদলুর কথায়

Must read

প্রতিবেদন: ২০১৯ সালে কর্নাটকে কংগ্রেস- জেডিএস জোট সরকার ফেলতে বিজেপি কোটি কোটি টাকা খরচ করেছিল, এমনটাই অভিযোগ বিরোধীদের। স্বাভাবিকভাবেই গেরুয়া দল এতদিন সেই অভিযোগ অস্বীকার করে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা এল প্রকাশ্যে। সেই সত্যিটা সামনে আনলেন কর্নাটকের দলবদলু বিজেপি বিধায়ক শ্রীমন্ত বালাসাহেব পাতিল।

আরও পড়ুন-পেগাসাস থেকে পালাচ্ছে মোদি সরকার, গড়িমসি নিয়ে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

শ্রীমন্তর দাবি, তিনি যখন কংগ্রেসে ছিলেন সে সময় দল ছাড়ার জন্য তাঁকে বিজেপি বিপুল পরিমাণ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। টাকা পাওয়ার জন্যই তিনি এবং আরও ১৫ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলে পতন হয়েছিল কংগ্রেস-জেডিএস জোট সরকারের। কংগ্রেস-জেডিএস জোটকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপি যে সরকার গড়ার জন্য সব ধরনের অনৈতিক পথের আশ্রয় নিয়েছিল সে কথাই ফাঁস করে দিলেন শ্রীমন্ত। ওই প্রাক্তন কংগ্রেস বিধায়কের আরও দাবি, তিনি অবশ্য বিজেপির থেকে টাকা নেননি। পরিবর্তে মানুষের সেবা করার জন্য মন্ত্রী হওয়ার দাবি জানিয়েছিলেন। তাঁর সেই দাবি বিজেপি মেনেও নিয়েছিল।

আরও পড়ুন-সরকার চলবে কীভাবে কাতারে বৈঠকে তালিবান

মন্ত্রিত্ব পাওয়ার আশ্বাস মেলাতেই তিনি দলবদল করেছিলেন। যদিও দল বদলে বিজেপিতে যোগ দিলেও তাঁর ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছেঁড়েনি। সেসময় বিজেপি তাঁকে আশ্বাস দিয়েছিল ইয়েদুরাপ্পা মন্ত্রিসভায় তিনি হয়তো জায়গা পাবেন না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাসবরাজ বোম্বাইয়ের মন্ত্রিসভায় তাঁকে জায়গা দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও বিজেপি পূরণ করেনি। কেন করেনি সে বিষয়টি তিনি বোম্বাইয়ের কাছে জানতে চাইবেন। শ্রীমন্ত কর্নাটকে খাগওয়ার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন। ২০১৯ সালে কর্নাটকে ১৬ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মধ্যে শ্রীমন্ত অন্যতম। ওই ১৬ জন বিধায়ক দল ছাড়ার কারণেই কংগ্রেস-জেডিএস জোট সরকারের পতন হয়েছিল। এই অভিযোগ নিয়ে মুখে কুলুপ রাজ্য বিজেপির।

Latest article