সংবাদদাতা, কাঁথি : হলদিয়ার পর এবার কাঁথি। বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্রমশ জনরোষ বাড়ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত দাবি করে ফের পোস্টার পড়ল পূর্ব মেদিনীপুর জেলায়। হলদিয়া শিল্পাঞ্চলের মতো, শুভেন্দুর নিজের শহর কাঁথিতে পোস্টার পড়ায় সোমবার সকাল থেকেই হইচই পড়ে যায়। ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন। প্রশাসনিক তৎপরতা ও প্রস্তুতি এখন তুঙ্গে।
আরও পড়ুন-মোদিকেই কটাক্ষ বিজেপি নেতার !
তার দু’দিন আগে শুভেন্দুর বিরুদ্ধে কাঁথি পুরসভায় ঢোকার মুখে, পুর প্রশাসনিক বিল্ডিংয়ের নিচে, কাঁথি মহকুমা শাসকের দফতরে যাওয়ার পথে দেওয়ালে এমন পোস্টার পড়েছে। পোস্টারে বিরোধী দলনেতার সাদা-কালো ছবি। তার কপালে লেখা ‘চোর চোর চোট্টা’। নিচে, ‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই।’ শুভেন্দু একসময় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন, সেখানে পোস্টার পড়েছে। আবার কাঁথি পুরসভারও একসময় চেয়ারম্যান ছিলেন। তাই এবার কাঁথি পুরসভার সামনেও পোস্টার পড়ল।
আরও পড়ুন-ইডির বিভ্রান্তিকর নোটিশ
তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী-সমর্থকরা বহুবার শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। পোস্টার প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণকুমার মাইতি জানান, ‘‘বিরোধী দলনেতা-সহ অধিকারী পরিবারের সম্পত্তি গত কয়েক বছরে অনেক গুণ বেড়েছে। তাঁকে কাগজে মুড়ে টাকা নিতেও দেখা গিয়েছে। সারদা কাণ্ডেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাই তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না কেন? এটা অনেক সাধারণ মানুষেরও প্রশ্ন। তবে কাঁথি শহরে এমন পোস্টার লাগানোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।’’