মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছে অ্যাক্সিয়ম-৪। সোমবারই পৃথিবীর পথে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা-সহ (Shubhanshu Shukla) চার মহাকাশচারী। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকালেই পৃথিবী ছোঁবেন তাঁরা। প্রায় ৬৫ মিলিয়ন ডলার খরচ করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হয়েছে ভারতীয় ফ্লাইট লেফটেন্যান্ট শুভাংশু শুক্লাকে (Shubhanshu Shukla)। মহাকাশচারী রাকেশ শর্মার প্রায় ৪০ বছর পর শুভাংশুর মহাকাশযাত্রা নিয়ে উত্তেজনা ছিল গোটা দেশেই। সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে এবার নির্বিঘ্নে ফেরার পালা। ভারতীয় মহাকাশযান গগনযানে মানুষসহ মহাকাশে পাড়ি দেওয়ার প্রস্তুতি হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট শুভাংশু শুক্লাকে নাসার মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত তিনি প্রমাণ করেছেন গগনযানে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ পৃথিবীর পথে রওনা দেয় অ্যাক্সিয়ম-৪। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণের কথা শুভাংশু-সহ চারজনের। পৃথিবীতে ফেরার পর প্রায় সাতদিন পৃথিবীর মাধ্যাকর্ষণ ও বায়ুমণ্ডলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রিহ্যাবে থাকতে হবে শুভাংশুদের।