বীরবাহার ভয়ে চোরের মতো নেতাইয়ে শুভেন্দু

এরপরই বীরবাহা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, জঙ্গলমহলের আদিবাসী মানুষকে অসম্মান করার পর বিরোধী দলনেতা কীভাবে নেতাই ঢোকেন মানুষ বুঝে নেবেন

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পর নেতাই দিবসে আসার সাহস করেননি। সোমবার অনেকটা না জানিয়ে চোরের মতো নেতাই ঢুকলেন রাজ্যের বিরোধী দলনেতা। বীরবাহা ও বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদার উদ্দেশে কুৎসিত মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। ওঁরা দুজনেই পুলিশের কাছে অভিযোগ করেন।

আরও পড়ুন-বিজেপি দলের দুষ্কৃতীরা পোড়াল ৪ হাজার গাছ

এরপরই বীরবাহা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, জঙ্গলমহলের আদিবাসী মানুষকে অসম্মান করার পর বিরোধী দলনেতা কীভাবে নেতাই ঢোকেন মানুষ বুঝে নেবেন। এরপর ৭ জানুয়ারি নেতাই শহিদ দিবস পালিত হয়। শুভেন্দু আসার সাহস পাননি। এদিন বেলা সাড়ে তিনটেয় সাধারণ লোককে বিভ্রান্ত করে আগেভাগে না জানিয়ে চোরের মতোই নেতাই আসেন। লোক হবে না জেনে বহিরাগতদের নিয়ে এসে মিছিল করেন।

Latest article