বিশ্বকাপ দলে নেই শুভমন

তিনি টি-২০ দলের সহ-অধিনায়ক। অথচ শুভমন গিলকে বাদ দিয়েই আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Must read

মুম্বই, ২০ ডিসেম্বর : তিনি টি-২০ দলের সহ-অধিনায়ক। অথচ শুভমন গিলকে বাদ দিয়েই আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বড় চমক ঈশান কিশানের দলে সুযোগ পাওয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উপেক্ষিত রিঙ্কু সিংকেও ফেরানো হয়েছে। প্রত্যাশিত ভাবেই নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন-ইডি ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে নজরে যোগী রাজ্যের ইউটিউবার

শুভমনের অনুপস্থিতিতে তাঁর ডেপুটি হয়েছেন অক্ষর প্যাটেল। এই দলটাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলবে। দীর্ঘদিন ধরেই টি-২০ ফরম্যাটে রান পাচ্ছিলেন না গিল। যদিও প্রধান নির্বাচক অজিত আগারকর ও সূর্যকুমার এদিন জানান, অফ ফর্মের জন্য নয়, শুভমন বাদ পড়েছেন সঠিক টিম কম্বিনেশনের জন্য। বিশ্বকাপের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনের পর দ্বিতীয় উইকেটকিপার হিসাবে এমন একজনকে চাইছিলেন, যিনি টু অর্ডারে ব্যাট করতে পারেন। সেই জায়গা ভরাট করেছেন ঈশান কিশান। রিঙ্কুকে নেওয়া হয়েছে ব্যাটিং অর্ডারে নমনীয়তা আনার জন্য।

Latest article