জিম্বাবোয়ে সফরে নেতা হলেন শুভমন

টি-২০ বিশ্বকাপের মাঝেই জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। বিশ্বকাপের পর এটাই হবে ভারতীয় দলের প্রথম সিরিজ

Must read

মুম্বই, ২৪ জুন : টি-২০ বিশ্বকাপের মাঝেই জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। বিশ্বকাপের পর এটাই হবে ভারতীয় দলের প্রথম সিরিজ। দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল।
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা-সহ একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে যে এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে, সেটা আগেই ঠিক ছিল। তবে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবকে এই সিরিজের জন্য ভেবেছিল বোর্ড। কিন্তু দু’জনের কেউই জিম্বাবোয়ে যেতে আগ্রহ দেখাননি। ফলে শুভমনকেই অধিনায়ক করা হল। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল ও তুষার দেশপাণ্ডে। এঁদের মধ্যে জুরেলের টেস্ট অভিষেক ঘটলেও, প্রথমবার টি-২০ দলে সুযোগ পেলেন। এছাড়া প্রত্যাশা মতোই দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়রা।

আরও পড়ুন-সারোগেসির ক্ষেত্রেও এবার মাতৃত্বকালীন ছুটি

জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। যা শুরু হবে ৬ জুলাই। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৭ জুলাই। বাকি তিন ম্যাচ যথাক্রমে ১০, ১৩ ও ১৪ জুলাই। সব ক’টি ম্যাচের ভেনুই হারারে। সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৬টায়। বাকি সব ম্যাচই ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু।
ঘোষিত দল : শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপাণ্ডে।

Latest article