বিশ্বকাপ জেতাই লক্ষ্য শুভমনের

একদিনের ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১০৫.৭০, গড় ৬৮.৯১! চলতি এশিয়া কাপেও পরপর দু’টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

Must read

কলম্বো, ১১ সেপ্টেম্বর : তাঁর পাখির চোখ বিশ্বকাপ। সাফ জানালেন শুভমন গিল। চলতি বছরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন। সব ফরম্যাট মিলিয়ে ১৪ ইনিংসে রান করেছেন ৮২৭। একদিনের ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১০৫.৭০, গড় ৬৮.৯১! চলতি এশিয়া কাপেও পরপর দু’টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

আরও পড়ুন-রাশিয়ার নাম নেই বলে ক্ষোভ

এই ছন্দ বিশ্বকাপেও ধরে রাখতে মরিয়া শুভমন। ডানহাতি ব্যাটার বলছেন, আমার সবথেকে বড় লক্ষ্য বিশ্বকাপ জেতা। ২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আমি ছোট ছিলাম। গোটা রাত আনন্দ করেছিলাম। এবার ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে বিশ্বকাপ ট্রফি মুঠোয় নিতে চাই। এটাই আমার স্বপ্ন। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ লিগে ব্যর্থ হয়েছিলেন। সেদিন পাক পেসারদের সামনে বারবার সমস্যায় পড়েছিলেন ভারতীয় ওপেনার। শেষ পর্যন্ত ৩২ বলে মাত্র ১০ রান করে আউট হয়েছিলেন। যদিও সুপার ফোরের ম্যাচে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। শুভমন বলছেন, প্রথম ম্যাচে পাক পেসারদের খেলতে সামান্য সমস্যা হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচের আগে ওদের নিয়ে আলাদা পরিকল্পনা করেছিলাম। তাতেই রান পেয়েছি। তিনি আরও বলেন, এখন ব্যাটারদের দ্রুত মানসিকতা বদলাতে হয়। টেস্ট থেকে একদিনের ম্যাচ। আবার টি২০। প্রত্যেক ফরম্যাটে আলাদা আলাদা মানসিকতা নিয়ে খেলতে হয়।

Latest article