আজ হাজারেতে শুভমন ও শ্রেয়স, রেল ম্যাচ থেকে সরলেন বিরাট

দিল্লির হয়ে বিজয় হাজারের দুটো ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন বিরাট। একটিতে সেঞ্চুরি ও অন্যটিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ড সিরিজের মহড়া সেরেছেন।

Must read

জয়পুর, ৫ জানুয়ারি : মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির ম্যাচ দিয়েই ২২ গজে প্রত্যাবর্তন ঘটছে শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের। তবে দিল্লির হয়ে রেলওয়েজ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। প্রসঙ্গত, দিল্লির হয়ে বিজয় হাজারের দুটো ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন বিরাট। একটিতে সেঞ্চুরি ও অন্যটিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ড সিরিজের মহড়া সেরেছেন।

আরও পড়ুন-ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে গিলই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘাড়ে চোট পেয়েছিলেন। তবে চোট সারলেও, বিজয় হাজারে ট্রফিতে এখনও পর্যন্ত মাঠে নামেননি গিল। শনিবার সিকিমের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে তাঁর খেলার কথা থাকলেও, পেটের সমস্যায় মাঠে নামতে পারেননি। যদিও মঙ্গলবার জয়পুরে গোয়ার বিরুদ্ধে খেলছেন শুভমন। সোমবার পাঞ্জাবের নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গিয়েছে গিলকে।

আরও পড়ুন-মোদি সরকারের নয়া শিক্ষানীতি, ধ্বংস করবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো

এদিকে, গত অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করার সময় পেটে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স। চোটমুক্ত হয়েই গুরুদায়িত্ব পেলেন তিনি। শ্রেয়সের নেতৃত্বে মুম্বই মঙ্গলবার মাঠে নামছে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। নিউজিল্যান্ড সিরিজের আগে এই একটি ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন তিনি। কিউয়ি সিরিজে শ্রেয়স আবার গিলের ডেপুটি। আগামী রবিবার সিরিজের প্রথম ম্যাচ। বোর্ডের মেডিকেল টিম ফিট ঘোষণা করার পর, এই প্রথম ২২ গজে দেখা যাবে শ্রেয়সকে। বিজয় হাজারের ম্যাচে পুরো পঞ্চাশ ওভার খেলতে শ্রেয়সের কোনও সমস্যা হচ্ছে কি না, সেটা দেখার পরেই তাঁকে নিউজিল্যান্ড সিরিজ খেলার চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।

Latest article