ওয়েলিংটন, ১৭ নভেম্বর : আবার একটা টি ২০ সিরিজ। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ব্যর্থতার পর। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বিরাট-রোহিতের মতো তারকারা নেই। বরং হার্দিক পাণ্ডিয়ার হাতে একেবারে তরুণ দলকে তুলে দিয়েছেন নির্বাচকরা। তার মধ্যে শুক্রবার বেসিন রিজার্ভ-এ টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হতে চলেছে শুভমন গিলের (Shubman Gill)। শুরুতে তাঁর সঙ্গে আসতে পারেন ইশান কিশান।
হার্দিক আগেরদিন বলেছেন মিশন ২০২৪ শুরু হয়েছে তাঁদের দলে। ২০২৪-এ টি ২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। হার্দিকের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছেন স্ট্যান্ড ইন কোচ ভি ভি এস লক্ষ্মণও। অনেকের মনে হচ্ছে এই সিরিজ থেকেই হয়তো হার্দিক টি ২০ অধিনায়ক হয়ে গেলেন। বিশ্বকাপ ব্যার্থতার পর রোহিত-অশ্বিনদের টি ২০ ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
আরও পড়ুন-আগ্রহ বাড়ছে বিষয়ভিত্তিক ছবির প্রতি
অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে রোহিত-রাহুল পাওয়ার প্লে-তে স্লো ব্যাটিং করায় তোপের মুখে পড়েছিলেন। এখানে শুভমন (Shubman Gill)-ইশানরা কী করেন সেটাই দেখার। ঋষভও সম্ভবত উপরের দিকে আসবেন। তবে চারে যথারীতি সূর্যকুমার যাদব। তবে সঞ্জু স্যামসন ও ওয়াশিটন সুন্দরের কাছে এটা নিজেদের জায়গা পাকা করার সিরিজ। এই সিরিজে ফিরতে দেখা যাবে কুলচা জুটিকেও। কুলদীপ বিশ্বকাপে ছিলেন না। তবে যুজবেন্দ্র চাহাল দলে থাকলেও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি।
দ্রাবিড়ের অনুপস্থিতিতে এই সিরিজে কোচের দায়িত্বে রয়েছেন লক্ষ্মণ। তাঁর হাতে এক ঝাঁক নতুন মুখ। উমরান মালিককে হয়তো ওয়েলিংটনে বসতে হবে। ভুবি-অর্শদীপের সঙ্গী হতে পারেন সিরাজ বা হর্ষল প্যাটেল। ব্যাটিংয়ে শ্রেয়স আইয়ার ও দীপক হুডার কাছে এটাই সুযোগ জায়গা সিমেন্ট করার।
ভারতের কার্যত বি টিমের সামনে নিউজিল্যান্ড কিন্তু পুরো শক্তির দলই নামাচ্ছে। অধিনায়ক কেন উইলিয়ামসন। দলে আছেন কনওয়ে, ফার্গুসন, মিচেল, মিলনে,সাউদির মতো ক্রিকেটার। শুধু ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্টিলকে এই সিরিজে দেখা যাবে না।