নেই শুভমন, চিকিৎসা মুম্বইয়ে

কলকাতা থেকে দলের সঙ্গে গুয়াহাটি এসেছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলার মতো অবস্থায় আসতে পারেননি শুভমন গিল।

Must read

গুয়াহাটি, ২১ নভেম্বর : কলকাতা থেকে দলের সঙ্গে গুয়াহাটি এসেছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলার মতো অবস্থায় আসতে পারেননি শুভমন গিল। শুক্রবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। শুভমনের জায়গায় দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ।

আরও পড়ুন-কৃষ্ণনগরে ফার্মাসিস্টদের সভায় ‘সার’ নিয়ে মন্ত্রী শশীর কড়া মন্তব্য

বৃহস্পতিবার গোটা দল প্র্যাকটিসে এলেও অধিনায়ক মাঠে আসেননি। ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এরপরও দাবি করেছিলেন শুক্রবার এর একটা দিন তাঁকে দেখে নেওয়া হবে। যদিও তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে শুভমন দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। তাঁর জায়গায় সাই সুদর্শনকে প্রস্তুত করা হচ্ছিল। শেষপর্যন্ত এদিন জানা গেল তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি গুয়াহাটি থেকে মুম্বই গিয়েছেন পরবর্তী চিকিৎসার জন্য। সেখানে তিনি দুই-তিনদিন থেকে স্পেশালিস্ট দিনশ পারদিয়ালার পরামর্শ নেবেন। যিনি ঋষভ পন্থের চিকিৎসা করেছিলেন।

আরও পড়ুন-শীতের শুরুতেই মুর্শিদাবাদের মতিঝিলে পরিযায়ী পাখির ঢল

ইডেনে তিন বল খেলে বেরিয়ে গিয়েছিলেন শুভমন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। একদিন বাদে ছাড়া পেলেও তাঁকে নেক ব্রেস পরে কাটাতে হয়েছিল। বুধবার সেটা খুলে তিনি দলের সঙ্গে গুয়াহাটি যান। কিন্তু বর্ষাপাড়া স্টেডিয়াম মুখো হননি। ভারতীয় দলের পক্ষ থেকে তাঁকে খেলানোর মরিয়া চেষ্টা হয়েছে। যেহেতু সিরিজে ভারত ০-১ পিছিয়ে। কিন্তু শেষপর্যন্ত শুভমনকে জোর করে খেলানোর ঝুঁকি নেয়নি দল।

Latest article