শুভমন বিশ্বমানের প্লেয়ার: শাস্ত্রী

উচ্ছ্বাস কুম্বলেরও

Must read

আমেদাবাদ: শুভমন গিলে (Shubman Gill) মজে ক্রিকেটমহল। স্বপ্নের ফর্মে রয়েছেন তরুণ ভারতীয় ব্যাটার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ওপেন করতে নেমে ৩৬ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলে গুজরাট টাইটান্সের জয়ের রাস্তা প্রশস্ত করেছেন। শুভমনের ধারাবাহিকতা দেখে মুগ্ধ রবি শাস্ত্রী, অনিল কুম্বলের মতো প্রাক্তনরা।

শাস্ত্রী বিশ্বাস করেন, শুভমন (Shubman Gill) বিশ্বমানের ক্রিকেটার। এবার তাঁকে ধারাবাহিকতা দেখিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচের কথায়, ‘‘পেস এবং স্পিনের বিরুদ্ধে শুভমন অলরাউন্ড ক্রিকেট খেলে। ও এখন বুঝতে পেরেছে যে, সে বিশ্বমানের খেলোয়াড়। এটা গোটা ক্রিকেট বিশ্ব জানে। শুভমনও দেখিয়ে দিচ্ছে সেটা। ওকে এবার ধারাবাহিকতা দেখিয়ে নিজের খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’
শুভমনের রান করার পদ্ধতির প্রশংসাও করেছেন শাস্ত্রী। বলেছেন, ‘‘শুভমনের যে ব্যাপারটা দেখে আমার ভাল লাগে, ও শুধু চার-ছয়ের উপর নির্ভর করে না। ও খুব কম ডট বল খেলে। যখন বাউন্ডারি বা ওভার বাউন্ডারি পায় না, তখন এক বা দু’রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখে। শুভমনের রানিং বিটুইন দ্য উইকেটসের বোধটাও খুব ভাল।’’

আরও পড়ুন- মাহিকে প্রণাম অরিজিতের

শাস্ত্রীর পাশাপাশি গিলের ব্যাটিংয়ের প্রশংসা শোনা গিয়েছে কুম্বলের গলাতেও। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ বলেছেন, ‘‘শুভমন ম্যাচের পর বলেছে, ও নিজের আউটের ধরনে খুশি নয়। আসলে ও প্রতিনিয়ত উন্নতি করতে চায়, খেলাটা শেষ করে আসতে চাইছে। ৪০-৫০ রানকে বড় স্কোরে পরিণত করতে চাইছে। এই মানসিকতা আমার ভাল লাগছে। ভারতীয় ক্রিকেটের জন্য এটা শুভ লক্ষণ।’’

Latest article