ফের সেঞ্চুরি শুভমনের, চালকের আসনে ভারত

এজবাস্টনে প্রথমবার কোনও টেস্ট ম্যাচ জয়ের দারুণ সুযোগ ভারতের সামনে।

Must read

বার্মিংহাম, ৫ জুলাই : এজবাস্টনে প্রথমবার কোনও টেস্ট ম্যাচ জয়ের দারুণ সুযোগ ভারতের সামনে। ৬০৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে, চতুর্থ দিনের শেষে স্কোরবোর্ডে ৭২ রান তুলতে না তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। রবিবার, টেস্টের শেষ দিনে ভারতের চাই আরও ৭টি উইকেট। তাহলেই এক ঐতিহাসিক জয়ের স্বাদ পাবেন শুভমন গিলেরা। একই সঙ্গে সিরিজে সমতা ফেরাবেন। জেতার জন্য ইংল্যান্ডের চাই আরও ৫৩৬ রান!
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভমন। রবিবার এজবাস্টনের ২২ গজে আরও একটা রাজকীয় সেঞ্চুরি এল ভারত অধিনায়কের ব্যাট থেকে। ১৬২ বলে ১৬১ রানের দুরন্ত ইনিংসটাই দলকে চালকের আসনে বসিয়ে দেয়। জোড়া হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অধিনায়ককে দারুণ সঙ্গ দিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। নেতৃত্বের দায়িত্ব যেন ম্যাজিকের মতোই বদলে দিয়েছে শুভমনকে। হেডিংলে টেস্টের দু’ইনিংসে সেঞ্চুরি করেছিলেন পন্থ। এজবাস্টনে একই কৃতিত্ব অর্জন করলেন শুভমন। চলতি সিরিজের চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ১৪৭, ৮, ২৬৯ ও ১৬১! মোট রান ইতিমধ্যেই ৫৮৫! টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজে সবথেকে বেশি রানের ভারতীয় রেকর্ড এখন তাঁর দখলে। শুভমন টপকে গেলেন বিরাট কোহলিকে। বিরাট টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজে ২০১৪-’১৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪৯ রান করেছিলেন।

আরও পড়ুন-নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

এদিন লাঞ্চের আগেই গতকালের দুই অপরাজিত ব্যাটারকে হারিয়েছিল ভারত। ব্যক্তিগত ২৬ রানে ব্রাইডন কার্সের বলে খোঁচা দিয়ে জেমি স্মিথের গ্লাভসে ধরা পড়েন করুণ নায়ার। অন্যদিকে, জমাট ব্যাটিং করছিলেন কে এল রাহুল। কিন্তু ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরেই জস টাংয়ের ফুল লেংথের বল লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে যান রাহুল (৫৪ রান)। এরপর ক্রিজে এসে শুরু থেকেই চালিয়ে খেলেছেন পন্থ। দু’বার জীবন পেলেন যথাক্রমে ১০ ও ৩১ রানে। যদিও এর পরেও স্বভাবসিদ্ধ ঢংয়ে ব্যাট করে গিয়েছেন পন্থ। শেষ পর্যন্ত বড় শট খেলতে গিয়েই ৫৮ বলে ৬৫ রান করে শোয়েব বশিরের বলে বাউন্ডারি লাইনে বেন ডাকেটের হাতে ধরা পড়েন। পন্থের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছয়। পন্থ আউট হওয়ার পর, শুভমনকে দারুণ সঙ্গ দিলেন জাদেজা। প্রথম ইনিংসে ৮৯ রানের পর, এবার জাদেজার অবদান অপরাজিত ৬৯। নীতীশ রেড্ডি ১ রানে আউট হলেও, ওয়াশিংটন সুন্দর ১২ রানে অপরাজিত থাকেন। বাকি কাজটা এগিয়ে রাখলেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। নিজের প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে (০) প্যাভিলিয়নে ফেরালেন সিরাজ। বেন ডাকেট (২৫) এবং জো রুটকে (৬) আউট করলেন আকাশ দীপ।

Latest article