হারারে পৌঁছল শুভমনের দল

তিনি বিশ্বকাপে সুপার এইটের আগে পযর্ন্ত রিজার্ভ ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে ছিলেন। পরে কয়েকদিন নিউ ইয়র্কে ছুটি কাটিয়ে শুভমন হারারেতে এসেছেন।

Must read

হারারে, ৩ জুলাই : হারারে পৌঁছে গেল ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। দলের সঙ্গে কোচ হিসাবে রয়েছেন এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্ণণ।
শুভমন গিল এই দলের অধিনায়ক। তিনি বিশ্বকাপে সুপার এইটের আগে পযর্ন্ত রিজার্ভ ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে ছিলেন। পরে কয়েকদিন নিউ ইয়র্কে ছুটি কাটিয়ে শুভমন হারারেতে এসেছেন। জিম্বাবোয়ে ক্রিকেট এক্স হ্যান্ডলে ভারতীয় দলের হারারেতে পৌঁছনোর ভিডিও পোস্ট করেছে। তারা লিখেছে, উই ওয়েলকাম টি-২০ চ্যাম্পিয়নস ইন্ডিয়া।

আরও পড়ুন-ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে ৩ বছরে নিখোঁজ ৩১ হাজার মহিলা, কেন মাত্র ৭২৪টি মামলা

শুভমনের এই দলে অনেক নতুন মুখ। রিয়ান পরাগ এদের একজন। তিনি বলেছেন, ভারতীয় দলের জার্সি গায়ে তোলা, দলের সঙ্গে ঘোরা আলাদা অনুভূতি। ভারতীয় দলে খেলা স্বপ্ন ছিল। আমি সত্যিই খুশি। প্রথম ম্যাচ এখানে খেলব। তাই জিম্বাবোয়ের সঙ্গে বিশেষ একটা সম্পর্ক থেকে যাবে চিরকাল। পেসার তুষার দেশপাণ্ডেও বলেছেন, আমার স্বপ্ন সত্যি হল। দেশের হয়ে খেলা খুব বড় ব্যাপার। আরেক নবাগত অভিষেক শর্মা জানিয়েছেন, যবে থেকে ক্রিকেট খেলছেন, দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতেন। সেটা এবার সত্যি হল। শুভমন তাঁকে দলে সুযোগ পাওয়ার কথা জানিয়েছিলেন বলেও জানান অভিষেক। ৬ জুলাই হারারে ক্রিকেট মাঠে প্রথম ম্যাচ খেলবে ভারত। এই সিরিজে জিম্বাবোয়ের নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। বাকি চারটি ম্যাচও হবে এই মাঠে। শেষ ম্যাচ ১৪ জুলাই। বিশ্বকাপজয়ী দলের সদস্য সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সোয়াল দিল্লিতে সংবর্ধনা অনুষ্ঠান সেরে দলে যোগ দেবেন। শুভমন এই প্রথমবার ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। তিনি আইপিএলে এবার গুজরাট টাইট্যান্সের নেতৃত্ব দিয়েছেন। তবে শুভমনের এই দলে ইশান কিশানের না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইশান ও শ্রেয়স আইয়ারকে এবারের বোর্ড চুক্তিতে রাখা হয়নি।

Latest article