লজ্জা! এই হল গেরুয়া দলের সংস্কৃতি, বিরোধী দলনেতার নিম্নরুচির ভাষা। শাসকদলের বিধায়কের উদ্দেশে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করে গণতন্ত্রের পীঠস্থান বিধানসভার অমর্যাদা করার অপচেষ্টা করলেন বিরোধী দলনেতা। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দু সিংহর মন্তব্যের জবাব দিতে গিয়ে অসম্মান করলেন তাঁর বাবাকে। লজ্জা-ঘেন্নার মাথা খেয়ে বলে বসলেন, ‘‘তোর বাপ’’। গদ্দারের এই অভব্য আচরণে স্তম্ভিত রাজনৈতিক মহল। ঝড় উঠেছে নিন্দার।
আরও পড়ুন- লোকসভায় রাজ্যে আসন বাড়বে তৃণমূলের: প্রত্যয়ী অভিষেক
শনিবার বিধানসভায় বাজেট-বিতর্ক চলার সময় দু’পক্ষের সদস্যদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। নজিরবিহীন কথা কাটাকাটি। ভদ্রতা-সভ্যতাবোধকে বিসর্জন দিয়ে তৃণমূল বিধায়কের বাবা তুলে অশ্লীল ভাষায় আক্রমণ করে গদ্দার। সভাকক্ষে সাময়িক উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। পরে অবশ্য গোটা বিষয়টি সামাল দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘটনায় গভীর অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। তাঁর মন্তব্য, দিন-দিন বিধানসভার ভেতরে এমন আচরণ নানা ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে। এদিন অধ্যক্ষ বলেন, এই ধরনের ঘটনা কখনওই কাম্য নয়। আমি সকলকে সংযত হওয়ার জন্য আবেদন করব। গদ্দারের অপমানজনক মন্তব্যে স্বাভাবিকভাবেই কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন তৃণমূল বিধায়ক রমেন্দু সিংহ। তবে পরে তিনি তাঁর কাছে গিয়ে দুঃখপ্রকাশও করেছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।