সংবাদদাতা, কলকাতা : হতাশা মানুষকে কতটা অসংযত এবং প্রতিহিংসাপরায়ণ করে তোলে, রাজ্যের বিরোধী দলনেতার আচরণে তা আরেকবার প্রমাণিত। বিধানসভা থেকে একের পর পুরভোটে ধরাশায়ী বিজেপি। এদিনই চার পুর নিগমের ফলাফলে সর্বত্র সবুজঝড়। এই পরিস্থিতিতে হতাশায় নখ–দাঁত বের করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আশুতোষ কলেজের পাশে শ্যামাপ্রসাদ মেমোরিয়াল হলে পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। গাড়ি থেকে নামতেই কলেজের কিছু পড়ুয়া ‘গো ব্যাক’ ধ্বনি দেয়। তাতেই মেজাজ হারান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গাড়ি থেকে নেমে তেড়ে যান পড়ুয়াদের দিকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের একাংশ ‘চোর, চোর’ বলেও স্লোগান দিতে থাকে। এতে ক্ষিপ্ত বিরোধী নেতার প্ররোচনায় তাঁর নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুভেন্দু (Suvendu Adhikari) নিজেও বারবার তেড়ে যান। বিরোধী দলনেতার এই অসংযত আচরণে চারিদিকে নিন্দার ঝড়। পরে ট্যুইট করে বিরোধী নেতা জানিয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে নাকি শারীরিক নিগ্রহ করেছে। পুর নির্বাচন নিয়ে ওঁর মন্তব্য থেকেই পরিষ্কার, পরাজয় উনি হজম করতে পারছেন না।