শুভেন্দুর দ্রুতগতির কনভয় যুবককে হত্যা, সরব কুণাল ঘোষ

বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০.১৫ নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের (National highway) সাইকেলে করে সেই যুবক বাড়ি ফিরছিলেন

Must read

বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০.১৫ নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের (National highway) সাইকেলে করে সেই যুবক বাড়ি ফিরছিলেন। চণ্ডীপুরের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম সেক ইসরাফিল (৩৩)। ধাক্কায় প্রাণ গিয়েছে ওই যুবকের। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন-‘আজ আমার ১২ বছর পূর্ণ হবে মুখ্যমন্ত্রীর, প্রণাম জানাই বাংলার মানুষকে’ সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কনভয়ের সামনের দিকে থাকা গাড়ির ধাক্কাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তারপর স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখাতে থাকেন। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সরব হতে দেখা যায় অনেক লোকজনকেই। এর ফলে ১১৬বি জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। দিঘাগামী অনেক গাড়ি সার দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। চণ্ডীপুর থানার পুলিশ যায় খুব দ্রুত সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আরও পড়ুন-‘এটা দিল্লির সাবজেক্ট, আমাদের নয়’, ফরাক্কা ব্যারেজ নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

এই মর্মে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটবার্তায় সরব হন। তিনি লেখেন, ‘শুভেন্দুর দ্রুতগতির কনভয় এই যুবককে হত্যা করে পালিয়েছে। দাঁড়িয়ে উদ্ধারকাজের মানবিকতাও দেখায়নি। ওর কনভয়ের বেপরোয়া গতি নিয়ে আগেও এলাকায় বিক্ষোভ হয়েছে। উদ্ধত শুভেন্দু গুরুত্ব দেয়নি। আসানসোলেও একটি অঘটন ঘটিয়ে পালিয়েছিল। ফেরার আসামী শুভেন্দুর গ্রেপ্তার চাই।’

 

Latest article