সংবাদাতা, বিষ্ণুপুর: টেন্ডার দুর্নীতি কাণ্ডে বিষ্ণুপুরের বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, বিধানসভা ভোটের আগে অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়। কোথা থেকে এল এই টাকা? কেনই বা অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে এই পুরো বিষয়ে ধৃত বিজেপি নেতার কাছে জানতে চাইবেন তদন্তকারী অফিসারেরা।
শুধু অ্যাকাউন্টই নয়, শ্যামাপ্রসাদের একাধিক আয় বহির্ভূত সম্পত্তি, পেট্রোল পাম্পেরও হদিশ পেয়েছেন তনন্তকারী অফিসারেরা। এ বিষয়ে বিজেপি ধৃত বিজেপি নেতার ছেলে এবং আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রচু পরিমাণে অর্থরে হদিশ মেলায় ইতিমধ্যেঅ ধৃতের ৬টি আ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। েরই সঙ্গে মিলেছে কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টেরওহদিশ বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ অগাস্ট ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে ৪০, ৪০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই টেন্ডার দুনীর্তিকাণ্ডে বিজেপি নেতার পাশাপাশি দিলীপ গড়াই নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েক জেরা করার পরই দিলীপ গড়াইয়ের নাম জানতে পারে পুলিশ।