Shyamal Das: জঙ্গিহানায় শহিদ মুর্শিদাবাদের শ্যামল

মণিপুরের জঙ্গিহামলায় শহিদ বাঙালি জওয়ান শ্যামল দাস (Shyamal Das)। মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামের কার্তিপুরের বাসিন্দা।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : মণিপুরের জঙ্গিহামলায় শহিদ বাঙালি জওয়ান শ্যামল দাস (Shyamal Das)। মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামের কার্তিপুরের বাসিন্দা। শনিবার মণিপুরের চূড়াচাঁদপুরে (Churachandpur) জঙ্গিহামলার সময় শ্যামল (Shyamal Das) ছিলেন কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠীর গাড়ির চালকের আসনে। জঙ্গিদের গুলিতে নিহত হন। ঘটনার দিন সকালেও স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন শ্যামল। বেরনোর আগে বলেছিলেন, আবাসনে ফিরে কথা বলবেন। আর কথা হল না, ৪৬ নম্বর অসম রাইফেলসের জওয়ান শ্যামল দাসের। জঙ্গিহামলায় তাঁর মৃত্যুর খবর পেয়েই বারবার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী সুপর্ণা।

আরও পড়ুন-Subrata Mukherjee: আবেগে শ্রদ্ধায় একডালিয়া এভারগ্রিনে সুব্রত-স্মরণ

অস্ফুট গলায় বারবার একটি কথাই বলছেন, ‘‘আমায় আর কেউ ফোন করবে না।’’ পাশে দাঁড়িয়ে আট বছরের মেয়ে দিয়া। তারও কান্না কেউ থামাতে পারছেন না। শোকের মধ্যেই ছোট্ট দিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন মা এবং ঠাকুরমা। পুরো গ্রাম শোকস্তব্ধ। রবিবার শহিদ শ্যামল দাসের বাড়িতে যান বিধায়ক আশিস মার্জিত। ২০০৯-এর নভেম্বরে অসম রাইফেলসে যোগ দেন শ্যামল। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল। দুর্গাপুজোর আগেও বাড়িতে এসেছিলেন। পরিবার, বন্ধুদের সঙ্গে আনন্দ করেন। পঞ্চমীর দিন ফিরে যান। জানিয়েছিলেন, নবান্নের (Nabanna) সময় আবার বাড়িতে আসবেন। আর কোনওদিনই বাড়ি ফিরতে পারবেন না তিনি।

Latest article