ময়দানের অন্যতম সেরা ডিফেন্ডার শ্যামল ঘোষ প্রয়াত। কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯। কলকাতা ময়দান এবং ভারতীয় ফুটবল তাঁর কাছে চিরকৃতজ্ঞ। ময়দানে বাইচুং ভুটিয়ার আবিষ্কারক হিসেবে পরিচিত শ্যামল ঘোষ। ইস্টবেঙ্গলের কোচ থাকাকালীন বাইচুং ভুটিয়াকে শ্যামল ঘোষ পান।
আরও পড়ুন-শহিদ প্রণামে জনতার ঢল নন্দীগ্রামে
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন শ্যামল ঘোষ। স্টেন্ট বসানো ছিল। এদিন সকালে কসবায় পাড়ার ক্লাবে বসে আড্ডা দিয়েছিলেন। সন্ধেয় হঠাৎ বুকে ব্যাথা ওঠায় সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। রাত ন’টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতের দশকের বর্ষীয়ান খেলোয়াড়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।