প্রতিবেদন : শুক্রবারও ওবিসি (OBC) সংরক্ষণ মামলার শুনানিতে কোনও সিদ্ধান্ত জানাল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী কপিল সিবাল এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই স্থগিত হয়ে গেল এদিনের শুনানি। ৯ ডিসেম্বর মেরিটের ভিত্তিতে আগামী শুনানি হবে বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের বিচারপতির। ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্রগুলি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যেই ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন কিংবা পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন যাঁরা, তাঁদের উপর কোনও প্রভাব না পড়লেও কোনও ক্ষেত্রে সংরক্ষণের জন্য আর ওই শংসাপত্র ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চে রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিবল প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় তালিকায় যাঁরা ওবিসির (OBC) মর্যাদা পাচ্ছেন, তাঁরা রাজ্যে ওবিসির মর্যাদা পাবেন না কেন? আগামী ৯ ডিসেম্বর (সোমবার) দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে ওবিসি মামলার বিস্তারিত শুনানি হবে।
আরও পড়ুন- বাচ্চাদের মাথায় হেলমেট না পরালেই জরিমানা! কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের