শাহকে তোপ সিবালের

সিবাল স্পষ্ট জানতে চান, ধর্মের ভিত্তিতে রাজনীতি করা, ধর্মের ভিত্তিতে প্রচার চালানো এগুলো কি সংবিধান বিরোধী কার্যকলাপ নয়?

Must read

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ সংবিধান বিরোধী, এমনটাই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার প্রেক্ষিতে এবার শাহকে কড়া ভাষায় কটাক্ষ করলেন আইনজীবী কপিল সিবাল। রাজ্যসভার এই সংসদ শাহকে প্রশ্ন করেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করাটা কি সংবিধান বিরোধী নয়?

আরও পড়ুন-রুশ হামলার ছবি আঁকায় আটক নাবালিকা

সিবাল স্পষ্ট জানতে চান, ধর্মের ভিত্তিতে রাজনীতি করা, ধর্মের ভিত্তিতে প্রচার চালানো এগুলো কি সংবিধান বিরোধী কার্যকলাপ নয়? ধর্মের নামে ভাষণ দেওয়া, কর্মসূচি তৈরি করা এগুলো কি সংবিধানের আদর্শ মেনেই করা হয়? উল্লেখ্য, গত সপ্তাহেই কর্নাটকে মুসলিম সম্প্রদায়ের জন্য ৪ শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করেছে কর্নাটকের বিজেপি সরকার। কংগ্রেস অবশ্য তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে জানিয়েছে, ক্ষমতায় ফিরলে তারা সংখ্যালঘুদের ওই সংরক্ষণ ফিরিয়ে দেবে।

Latest article