হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে অনুব্রতের নানা শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকেরা। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফেরেন তিনি। তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চলতি মাসের গোড়ায়ও শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অনুব্রতকে। সেই সঙ্গে তাঁর কোলেস্টরলের সমস্যাও ছিল।
আরও পড়ুন – মুকুল রায় মামলায় সুপ্রিমকোর্টে ধাক্কা বিজেপির, মুখ পুড়ল শুভেন্দুর
আজ সিবিই দপ্তরে হাজিরার দিন ছিল অনুব্রতর। তবে জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে সিবিআই দপ্তরে যেতে পারলেন না অনুব্রত মণ্ডল। সিবিআই দপ্তরে যেতে না পারলেও তিনি যে মামলায় তদন্তে সহযোগিতা করতে রাজি, তা জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতেও প্রস্তুত তিনি, তবে কলকাতায় সিবিআই দফতরে যেতে পারবেন না। শারীরিক অসুস্থার জন্য কলকাতায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বোলপুরে বাড়ির কাছাকাছি ডাকা হোক তাঁকে। এই মর্মে আইনজীবী মারফৎ চিঠিও দিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।