প্রতিবেদন : রাজ্যে আইপিএস স্তরে ফের একদফা গুরুত্বপূর্ণ রদবদল করল রাজ্য সরকার। রবিবার রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে তিনজন আইপিএস অফিসারের নতুন পদে নিয়োগের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন-আধুনিক পরিকাঠামোয় গড়ে উঠবে মাতৃসদনের দ্বিতীয় ক্যাম্পাস
রাজ্যের নতুন নির্দেশিকা অনুযায়ী, সিদ্ধিনাথ গুপ্তা (Siddhanath Gupta) রাজ্য গোয়েন্দা বিভাগের ডিজি এবং আইজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি এতদিন পশ্চিমবঙ্গের অপরাধ দমন শাখার ডিজিপি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, এতদিন গোয়েন্দা বিভাগের এডিজি ও আইজিপি পদে থাকা জ্ঞানবন্ত সিং-কে পাঠানো হয়েছে ট্রাফিক ও পথ নিরাপত্তা বিভাগের এডিজি ও আইজিপি হিসেবে। তৃতীয় রদবদলে ড. রাজেশকুমার সিংকে রাজ্যের নীতি সংক্রান্ত বিভাগের এডিজি ও আইজিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি এতদিন ট্রাফিক ও পথ নিরাপত্তা বিভাগের এডিজি ছিলেন। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই রদবদলগুলি জনস্বার্থে। সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে। নির্দেশিকা অনুযায়ী, স্বরাষ্ট্র দফতরের তরফে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন শাখা ও আধিকারিকদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে।