৯ শ্রমিক সংগঠন ও মালিক পক্ষের মধ্যে নয়া চুক্তিপত্রে স্বাক্ষর, ২০ লক্ষ বিড়িশ্রমিকের মজুরি বাড়ছে

দীর্ঘ প্রায় তিন বছরের টালবাহানার পর দুর্গাপুজোর মুখে অবশেষে রাজ্যের কয়েক লক্ষ বিড়িশ্রমিকদের জন্য সুখবর এল।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : দীর্ঘ প্রায় তিন বছরের টালবাহানার পর দুর্গাপুজোর মুখে অবশেষে রাজ্যের কয়েক লক্ষ বিড়িশ্রমিকদের জন্য সুখবর এল। আগামী নভেম্বরের ১ তারিখ থেকে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ির কারিগরদের মজুরি বাড়তে চলেছে। শনিবার জঙ্গিপুরে একাধিক বিড়িশ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের মধ্যে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়েছে। এক হাজার বিড়ি তৈরির মজুরি ২৪ টাকা বেড়ে এবার হবে ২০২ টাকা।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের সামনে সেসা

চুক্তিপত্রে ৯টি বিড়িশ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের তরফে ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন, ‘২০২১ সালের ২৮ সেপ্টেম্বর বিড়িশ্রমিকদের মজুরি শেষ বেড়েছিল। শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘদিন আন্দোলন করছিলেন। শনিবার তাঁদের ৯টি ইউনিয়নের সঙ্গে আলোচনায় স্থির হয়েছে আগামী ১ নভেম্বর থেকে ১০০০ বিড়ির মজুরি ১৭৮ থেকে বেড়ে ২০২ টাকা হবে। ফলে রাজ্যের প্রায় ২০ লক্ষের বেশি বিড়িশ্রমিক উপকৃত হবেন। সবথেকে বেশি উপকৃত হবেন মালদহ এবং মুর্শিদাবাদের বিপুল সংখ্যক বিড়িশ্রমিক।’ ১০০০ বিড়ি তৈরির সরকার ঘোষিত মজুরি ২৭৪ টাকা হলেও শ্রমিকরা ১৭৮ টাকার বেশি মজুরি পান না বলে অভিযোগ। এই নিয়ে বিড়িশ্রমিকদের ইউনিয়নগুলো দীর্ঘদিন আন্দোলন করছে। জঙ্গিপুর মহকুমা বিড়িশ্রমিক ইউনিয়নের সম্পাদক মহম্মদ আলি রেজা বলেন, ‘আমরা সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করছি। কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমিকস্বার্থে আপাতত ২৪ টাকা মজুরি বৃদ্ধি মেনে নিয়েছি। তবে ভবিষ্যতে মজুরি বৃদ্ধির আন্দোলন জারি থাকবে।

Latest article