প্রতিবেদন : শিখ (Sikh) সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাবেন দুপুর ১২টা ৪৫ মিনিটে। এক জন কর্তব্যরত পাঞ্জাবী পুলিশ অফিসারকে গদ্দারের বলা খালিস্তানি মন্তব্যের তীব্র জানাতে। সকাল ১১টা ৩০ মিনিটে সান্ত কুটিয়া গুরুদুয়ারা থেকে তাঁরা মিছিল শুরু করবেন।
আরও পড়ুনরাজ্যপালের কাছে শিখ প্রতিনিধি দল
১২টা ৪৫মিনিটে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজভবনের বাইরেই সাংবাদিক সম্মেলন করবেন সাত সদস্যের এই প্রতিনিধি দল। জানা গিয়েছে, বড় বাজার গুরুদুয়ারা, সান্ত কুটিয়া গুরুদুয়ারা, ডানলপ গুরু দুয়ারা, রাশবিহারি গুরু দুয়ারা এবং গড়চা গুরু দুয়ারার প্রতিনিধিরা এই প্রতিনিধি দলে থাকবেন।