প্রতিবেদন : মণিপুর (London- Manipur) অশান্তির আঁচ এবার দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ল বিদেশের মাটিতেও। উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হল লন্ডনের রাস্তাতেও। উত্তর-পূর্ব ভারতের প্রবাসীদের একটি সংগঠন বৃহস্পতিবার মণিপুরের ঘটনার প্রতিবাদে একটি মৌন মিছিল বের করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ওই মিছিলে যোগ দেন। ওই মিছিলে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তাঁদের পরনে ছিল সাদা রঙের পোশাক।
মণিপুরে (London- Manipur) নারীদের উপর অত্যাচার করে তাঁদের কণ্ঠ রোধ করা হচ্ছে এই বার্তা দিতে, প্রতিবাদকারীরা সকলেই মুখে সাদা মাস্ক পরেছিলেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, মণিপুরে যেভাবে ধর্ষণকে যুদ্ধের হাতিয়ার করা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ করি। লন্ডনে ভারতীয় দূতাবাস থেকে শুরু করে এই মৌন মিছিল পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি পর্যন্ত যায়।
আরও পড়ুন-বাংলাকে অশান্ত করার বিজেপির ষড়যন্ত্র ফাঁস করলেন মুখ্যমন্ত্রী