কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সংসদে তৃণমূল সংসদদের মৌন প্রতিবাদ

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন (winter session)। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে এবার সংসদে অভিনব প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের।

Must read

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন (winter session)। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে এবার সংসদে অভিনব প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভে শামিল হয়েছে বিরোধীরাও। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? লক্ষ মানুষের একটাই প্রশ্ন, আমাদের পাওনা বেতন কোথায়? ২ বছর আগে শ্বেতপত্র প্রকাশের দাবি কোন কোনও সদুত্তর আসেনি। এই মর্মে আজ সংসদে অভিনব পদ্ধতিতে মৌন প্রতিবাদ দেখালেন তৃণমূল সাংসদরা।

আরও পড়ুন-বড়দিনের আগেই তুষারপাতের পূর্বাভাসে শৈলশহরে বাড়ল বুকিং

প্রসঙ্গত, বুধবার সংসদ অধিবেশন শুরুর আগে মকর দ্বারের সামনে ‘সাদা কাগজ’ হাতে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল সাংসদরা। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সাদা কাগজে কিছু না লিখে প্রতিবাদ জানান তারা। লোকসভা-রাজ্যসভা সব সাংসদ ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মর্মে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একুশ মাসে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। বাংলার কতটাকা বকেয়া রয়েছে, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কিন্তু ২ বছর আগে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেও উত্তর আসেনি। তাই আজ কেন্দ্রের এই নীরবতার প্রতিবাদ করা হচ্ছে।

Latest article