শিলিগুড়ি পেল দ্বিতীয় চুল্লি, মিটে গেল দীর্ঘদিনের অপেক্ষা ও দাবি

কিরণচন্দ্র শ্মশানে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন শিলিগুড়ির (Siliguri) মহানাগরিক গৌতম দেব

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কিরণচন্দ্র শ্মশানে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন শিলিগুড়ির (Siliguri) মহানাগরিক গৌতম দেব। শিলিগুড়ি শহরকেন্দ্রিক সাধারণ মানুষের সৎকারের জন্য নির্ভর করে থাকে একমাত্র কিরণচন্দ্র শ্মশানের উপরেই। দীর্ঘদিন ধরে দ্বিতীয় আরেকটি বৈদ্যুতিক চুল্লির দাবি জানাচ্ছিলেন সাধারণ মানুষ। শিলিগুড়ি শহরের মেয়র হওয়ার পরেই গৌতম দেব দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি তৈরির উদ্যোগী হন।

আরও পড়ুন-ফোর-পাস রাজার হাতে দেশ! মোদিকে তীব্র আক্রমণ কেজরির

এক বেসরকারি সংস্থার মাধ্যমে ১ কোটি ৫৩ লক্ষ ৫৩ হাজার টাকা খরচ করে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি বসানো হল। সোমবার দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৌতম দেব। ছিলেন রঞ্জন সরকার, কমল আগরওয়াল ও শিলিগুড়ির পুর কমিশনার সোনম ওয়ানদি ভুটিয়া। উল্লেখ্য, শহরের দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির জন্য দুই প্রাক্তন সাংসদ তাঁদের সাংসদ তহবিল থেকে অর্থ দিয়েছিলেন। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ দিয়েছিলেন ৬১ লক্ষ টাকা এবং প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরও সাংসদ তহবিলের অর্থ রয়েছে।

Latest article