শিলিগুড়ির বুকেই হবে নতুন শিলিগুড়ি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় এসেছে উন্নয়নের জোয়ার। উত্তরের পাহাড় থেকে সমতল সেজে উঠেছে অন্যরূপে। নতুন বছরে এবার আকর্ষণ শিলিগুড়ি। কলকাতার আদলে এবার সেজে উঠবে উত্তরের শহর। দার্জিলিং মোড়ে বসতে চলেছে বিশ্ব বাংলা গ্লোব। এই প্রসঙ্গে শিলিগুড়ির পুরপ্রশাসক গৌতম দেব বলেন, ‘‘কলকাতার আদলে রাজ্য সরকারের প্রতীক চিহ্ন বিশ্ব বাংলা ক্লাব হবে। দার্জিলিং মোড়-এর পাশেই রয়েছে শিলিগুড়ি গেট। শিলিগুড়ি গেটের কাছে এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।’’

আরও পড়ুন : পাহাড়ি পথে পালকি অ্যাম্বুল্যান্স

শিলিগুড়ি পুর এলাকায় মোট ৪৭টি ওয়ার্ড রয়েছে। এই ৪৭টি ওয়ার্ডের ২৬৫টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। গৌতম দেব বলেন, এর মধ্যে ১২৬ টি কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং ১৩০টি কাজ চলছে। ডিসেম্বরেই এই কাজগুলি শেষ হয়ে যাবে। এই কাজগুলি শেষ হলে শিলিগুড়ি কার্যত একটি স্যাটেলাইট টাউনশিপে পরিণত হবে।

Latest article