রাখি বন্ধন উৎসব পালন শিলিগুড়ি পুরসভার

Must read

রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। ব্যতিক্রম নয় শহর শিলিগুড়ি। সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় বন্ধন উৎসব পালন করে দেখা যায় বিভিন্ন সংগঠনকে। তবে এবার আরজি কর-কাণ্ড রাখি বন্ধন উৎসবে প্রভাব ফেলেছে। অন্যান্য বাড়ির তুলনায় অনেকটাই ফিকে ছিল রাখি বন্ধন উৎসব। তবে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হল বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই উৎসবের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দুলাল দত্ত, বোরো চেয়ারম্যান মিলি সিনহা,গার্গী চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ সোভা শুব্বা। এদিন উপস্থিত জনপ্রতিনিধিরা একে অপরকে রাখি পরানোর পাশাপাশি পথ চলতি মানুষকেও রাখি পরিয়ে মিস্টি মুখ করান। মেয়র গৌতম দেব জানান, ঐক্য সম্প্রীতি বজায় রাখতে তাদের এই উদ্যোগ।

আরও পড়ুন- মজুত বাড়াতে রাজ্যে আরও ৯১৭টি নয়া হিমঘর পেঁয়াজের

Latest article