সংবাদদাতা, শিলিগুড়ি : জলের সমস্যা দূর করতে উদ্যোগি হল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি শহরের ভবিষ্যতের পানীয় জলের সমস্যা সমাধানে উদ্যোগী হল পুরসভা। এই মর্মে সোমবার শিলিগুড়ি পুরনিগমে পানীয় জলের সমস্যা সমাধানে বৈঠক করেন মেয়র গৌতম দেব। বৈঠকের পরে মেয়র বলেন, জমে থাকা পলি সরানো হয়েছে।
আরও পড়ুন-শুরু হল শ্রাবণী মেলা, জল্পেশ মন্দিরে নিরাপত্তা
এখন কিছুটা হলেও সব ওয়ার্ডে পানীয় জলের সরবরাহ হচ্ছে। তবে মেয়র দীর্ঘদিনের বাম আমলের রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার গাফিলতির বিষয়টি ফের একবার তুলে ধরে বলেন, বিকল্প ওয়েল নেই যে-কারণে সাফাই করতে হলে সমস্যা দেখা দিচ্ছে। আমরা ৬.৯কোটি টাকার বিকল্প ওয়েল তৈরি করেছি যার কাজ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সেচ দফতরের মন্ত্রী ও সচিবের সঙ্গেও কথা হয়েছে। পুনে থেকে প্রযুক্তিগত সামগ্রী আনা হচ্ছে। পাশাপাশি সেবকের বৃহত্তর জল প্রকল্প নিয়ে ইতিমধ্যেই মেয়র গৌতম দেব কলকাতায় রাজ্য সরকারের দফতরের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সেরে ফেলেছেন বলে জানান তিনি।