মনীষীদের মূর্তি ভাঙার চেষ্টা ব্যবস্থা নিল শিলিগুড়ি পুরনিগম

উল্লেখ্য শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডে গত কয়েক মাসে ১০ জন মনীষীর মূর্তি স্থাপন করা হয়। সম্প্রতি এই মূর্তিগুলির উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব।

Must read

প্রতিবেদন : রাতের অন্ধকারে একের পর এক মনীষীর মূর্তি ভাঙার চেষ্টা হল শিলিগুড়ি শহরে। ছোড়া হল আধলা ইট। ময়লা মাখানো হল গান্ধীজির মুখে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতিকলোনিতে। বুধবার সকালেই ঘটনাস্থলে যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

আরও পড়ুন-শীতের শুরুতেই মাত্রাছাড়া বায়ুদূষণের কবলে রাজধানী

পাশাপাশি মেয়র বলেন, খুব শীঘ্রই শিলিগুড়িতে যে সমস্ত জায়গায় মনীষীদের মূর্তি রয়েছে সেখানে কড়া নজরদারিতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। উল্লেখ্য শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডে গত কয়েক মাসে ১০ জন মনীষীর মূর্তি স্থাপন করা হয়। সম্প্রতি এই মূর্তিগুলির উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব। অভিযোগ, মঙ্গলবারর গভীর ইট ও পাথর দিয়ে মূর্তিগুলি ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। প্রধাননগর থানায় জানানো হয়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। বুধবার সেই স্থানেই পৌঁছান শিলিগুড়ি মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন এই ঘটনার তীব্র নিন্দা করেন মেয়র। পাশাপাশি প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি করেন মেয়র। ইতিমধ্যে এই বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি টিভি ফুটেজ।

Latest article