চালু হবে সিল্ক পার্ক

আম, রেশমের জেলা হিসেবে পরিচিত মালদহ। মালদহের রেশম জগদ্বিখ্যাত। উন্নত মানের রেশম পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি করা হয়

Must read

সংবাদদাতা, মালদহ : আম, রেশমের জেলা হিসেবে পরিচিত মালদহ। মালদহের রেশম জগদ্বিখ্যাত। উন্নত মানের রেশম পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি করা হয়। রেশমজাত সামগ্রীকে বাজারজাত করতে এবার উদ্যোগ নিল মালদহ জেলা প্রশাসন।

আরও পড়ুন-শপথ নিয়েই উন্নয়নের মানচিত্র তৈরি করলেন সভাধিপতি অরুণ

এনিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে একটি জরুরি বৈঠক সারেন মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার রেশম চাষি থেকে শুরু করে উদ্যোগপতিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন রেশম ও সিল্ক দফতরের আধিকারিকরা। প্রসঙ্গত, ২০১৯ সালে মালদহে প্রশাসনিক বৈঠক থেকে সিল্ক পার্কের উদ্বোধন করেন তিনি।

Latest article