খেলা

ব্রোঞ্জ গুরুরাজার, প্রথম পদক সংকেতের

বার্মিংহাম: সোনা প্রায় জিতেই ফেলেছিলেন। শেষ মুহূর্তে পদস্খলন। স্ন্যাচিংয়ে ১১৩ কেজি তুলে শীর্ষে থাকলেও ক্লিন এবং জার্ক বিভাগে সেই স্থান ধরে রাখতে পারলেন না। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম বার ১৩২ কেজি তোলার পর দ্বিতীয় বারের চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান। কিন্তু চোট নিয়েই তৃতীয় বারের চেষ্টায় ভার তুলতে এসে ব্যর্থ হন। অল্পের জন্য সোনা অধরাই থেকে যায়। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারত্তোলক সংকেত সরগরকে (Sanket Sargar)। মহারাষ্ট্রের ২১ বছরের তরুণের হাত ধরেই বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথম পদক পেল ভারত। ৫৫ কেজি বিভাগে মোট ২৪৮ কেজি ওজন তুলে রুপো পেলেন সংকেত। এক কেজি ওজন বেশি (২৪৯ কেজি) তুলে সোনা জিতলেন মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন। সোনা হাতছাড়া করে হতাশ সংকেত (Sanket Sargar)। বললেন, ‘‘আমি খুশি পদক জিততে পেরে। কিন্তু সোনা জিততে চেয়েছিলাম। তাই রাগও হচ্ছে।’’

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রুপোর পদক জয় সঙ্কেতের, ব্রোঞ্জ গুরুরাজার, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন ভারত্তোলক গুরুরাজা পুজারি (Gururaja Poojary)। ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন তিনি। তরুণ সংকেত বাবার চা-পানের দোকানে প্রায়ই বসেন। লকডাউনের সময় সারা দেশ যখন স্তব্ধ, তিনি তখন অনুশীলন করতেন বাড়ির উঠোনে। এমনকী বাবার চা স্টলের পাশে বসে পান বিক্রিও করেছেন। সংকেতের বোন কাজলও ভারত্তোলক। গত মাসেই যুব গেমসে তিনিও সোনা জিতেছেন। সংকেতের গর্বিত বাবা মহাদেব বলছিলেন, ‘‘আমার যত কষ্টই হোক না কেন, ছেলে-মেয়েদের স্টলে বসতে দিই না। কারণ, ওদের সবাই খেলোয়াড় হিসেবেই জানে। কিন্তু ওরা আমার কষ্টের কথা ভেবেই দোকানে বসতে চলে যায়।’’
ছেলে সংকেতকে নিয়ে বাবা আরও বলেন, ‘‘ছোটবেলা থেকেই ও বেশ মুখচোরা। কিন্তু খেলার প্রতি ভালবাসা আর নাছোড় মনোভাব ছেলেকে এত দূর এনেছে।’’ সংকেত লকডাউনের সময় খেলা ছাড়ার কথা ভেবেছিলেন। বলেছেন, ‘‘লকডাউনের সময় বাবার ব্যবসা ধাক্কা খেয়েছিল। আমি বাড়ির উঠোনে প্র্যাকটিস করার পাশাপাশি বাবাকে সাহায্য করেছিলাম।’’ এদিকে, কমনওয়েলথ গেমসে পদক জয়ের জন্য সংকেত ও গুরুরাজাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

28 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

48 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago