ধরমশালা, ২১ অক্টোবর : নিউজিল্যান্ড ম্যাচের আগে দুটো তথ্য ভারতীয় দলকে অস্বস্তিতে রাখতে পারে। প্রথমটা হয়তো খুব বড় ব্যাপার নয়, কিন্তু দ্বিতীয়টা বেশ বড় ব্যাপারই।
যেমন, চারে চার করে ফেলার পরও লিগ টেবলে রোহিতরা নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে। ওরাও ভারতের মতো পরপর চারটি ম্যাচ জিতে ধরমশালায় খেলতে নামছে রবিবার। তবে রান রেটে এগিয়ে থেকে। এরপর আরও বড় ঘটনা হল, ২০০৩-এর পর ভারত আর আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। নৈসর্গিক সৌন্দর্যের মাঝে রোহিতরা রবিবাসরীয় রাতে সেই মিথ ভেঙে দিতে পারেন কি না সেটাই এখন দেখার।
আরও পড়ুন-সমর ‘বিক্রমে’ জয় শ্রীলঙ্কার
ধরমশালার আউটফিল্ড নিয়ে অনেক ক্ষোভ-বিক্ষোভ হয়েছে। তবে উইকেট নিয়ে তেমন কিছু শোনা যায়নি। বরং শোনা যাচ্ছে এই উইকেট সিমারদের সাহায্য করতে পারে। বিশেষ করে নতুন বলে পাওয়ার প্লে-তে। সত্যিই তেমন হলে এটা বোলারদের ম্যাচ হয়ে যেতে পারে। একদিকে বুমরা, সিরাজ। অন্যদিকে বোল্ট, হেনরি ও সাউদি। আন্তর্জাতিক ক্রিকেটে এঁরা ইতিমধ্যেই সুনাম তৈরি করে ফেলেছেন। পরিবেশ অনুকূল হলে ভয়ঙ্কর হতেই পারেন।
এই মাঠে এবার অন্য সব ভেনুর থেকে বল অনেক বেশি সুইং করছে। গড় সুইংয়ের মাত্রা হল ১.৪। এরপর আছে দিল্লি ১.২। দিল্লিতে অবশ্য ভাল রান উঠছে। কিন্তু ধরমশালায় রান তোলাটা ব্যাটারদের জন্য চাপের বিষয়। এরমধ্যে আবার চার বছর আগের বিশ্বকাপের স্মৃতিও ঝঞ্ঝাট পাকাচ্ছে। সেবার কিউই সিমারদের চাপে হুড়মুড় করে ভেঙে পড়েছিল ভারতীয় ব্যাটিং। তবে স্বস্তি এটাই, এবার অন্তত ভারতীয় টপ অর্ডার, বিশেষ করে রোহিত, শুভমন, বিরাট ও রাহুল রানের মধ্যে আছেন।
আরও পড়ুন-হুদুড় দুর্গা, দাঁশাই নাচ, ভিন্ন ইতিহাসের কথা
দল নির্বাচন নিয়ে এবারও একটা ধাঁধা রয়েছে। এমন উইকেটে ভারত হয়তো দুই স্পিনারেই যাবে, কিন্তু শার্দূল ঠাকুরের জায়গায় মহম্মদ শামি আসতে পারেন কি না সেটা এখন বড় প্রশ্ন। শ্রেয়সের ওভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসাটাও অনেকের অদ্ভুত লেগেছে। তবে তিনি সম্ভবত এখানেও খেলবেন। কিন্তু তাঁকে আরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। বিরাটকে দেখে আগেরদিন রাহুল যেটা করেছেন, ঠিক সেটাই দরকার ছিল শ্রেয়সের কাছে। এদিকে, এই ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাচ্ছে না। হার্দিক না থাকা মানে দলের ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই চাপ। ব্যালান্সটাই যেন নড়ে যাচ্ছে। তার উপর শনিবার নেটে ব্যাট করার সময় কবজিতে চোট পেয়ে বসলেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন-রবীন্দ্রনাথহীন বিশ্বভারতী, ধিক্কার-সমালোচনা সব মহলে
ঈশানকে আবার মৌমাছি কামড়েছে। দু’জনেই রয়েছেন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে। নিউজিল্যান্ডের জন্য সবথেকে বড় ধাক্কা অবশ্যই কেন উইলিয়ামসনকে না পাওয়া। আঙুলে চোট পেয়ে বিশ্বকাপে ফের অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। তবে লাথাম, কনওয়ে, মিচেল, ফিলিপসরা ভাল ফর্মে আছেন। অলরাউন্ডার স্যান্টনার ম্যাচ জেতাচ্ছেন। ধরমশালায় স্যান্টনার কিন্তু রোহিতদের সামনে শক্ত কাঁটা। তা সে উইকেট যতই সিমারদের সাহায্য করুক।