প্যারিস, ৩ জুন : চলতি ফরাসি ওপেনে একটিও সেট না হেরে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জানিক সিনার। বুধবার কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে শেষ আটের লড়াই সিঙ্গলসে বিশ্বের এক নম্বর টেনিস তারকার। প্রথমবার ফরাসি ওপেন জয়ের পথে সিনারের কাঁটা হতে পারেন দু’জন। তাঁরা হলেন নোভাক জকোভিচ এবং কার্লোস আলকারেজ। প্রি-কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে যথারীতি স্ট্রেট সেটে জেতেন সিনার। খেলার ফল ৬-১, ৬-৩, ৬-৪। গত বছর ইউএস ওপেন জয়ের পর ২০২৫-এর শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সিনার। অর্থাৎ গতবারের ইউএস ওপেন থেকে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেননি ইতালীয় তারকা। গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে টানা ১৮ ম্যাচ জিতে বরিস বেকার ও আন্দ্রে আগাসির কীর্তি ছুঁয়েছেন সিনার। বুধবার সিনারের ম্যাচ ছাড়াও রয়েছে নোভাক জকোভিচের শেষ আটের লড়াই। সার্বিয়ান তারকা খেলবেন আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে।
আরও পড়ুন-চাকরি আটকাতে ফের রাম-বামেরা আদালতে
মেয়েদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কার দৌড় অব্যাহত। তবে সেমিফাইনালে বেলারুশের কন্যার সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশ্বের প্রাক্তন এক নম্বর পোলিশ তারকা ইগা সুইয়াটেকের মুখোমুখি সাবালেঙ্কা। এদিন চিনের কুইনওয়েন ঝেংকে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলেন সাবালেঙ্কা। অন্যদিকে, ইগা কোয়ার্টার ফাইনালে হারালেন ইউক্রেনের এলিনা সিতোলিনাকে। ইগার অনুকূলে খেলার ফল ৬-১, ৭-৫। সাবালেঙ্কাকে এদিন প্রথম সেটে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন গত অলিম্পিকের সোনাজয়ী ঝেং। শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বর তারকা ম্যাচ জিতলেন ৭-৬ (৭-৩), ৬-৩ ফলে। গত বছর রোলাঁ গারোজে কোয়ার্টার ফাইনালে ১৭ বছরের মীরা আন্দ্রিভার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর আর কোনও সেট হারেননি সাবালেঙ্কা। শেষ দশবারের মধ্যে ন’বারই গ্র্যান্ড স্ল্যামে পৌঁছলেন তিনি। জিতে সাবালেঙ্কা বলেন, ‘প্রথম সেটে সত্যিই চাপে পড়েছিলাম।’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…